রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

আমতলী সরকারি কলেজে পাঁচ বছর পর নতুন অধ্যক্ষের যোগদান

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি / ১২৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: নতুন অধ্যক্ষ যোগদান করায় ভারমূক্ত হলো আমতলী সরকারি কলেজটি। পাঁচ বছর পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ দিয়েছেন ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলী সরকারি কলেজ মিলনায়তনে ফুলেল শুভেচ্ছায় নতুন অধ্যক্ষকে বরণ করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

২০১৬ সালে বর্তমান সরকার কলেজটি সরকারী করেন। ২০১৮ সালে সরকারী শেরে বাংলা একে ফজলুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রেজা অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। ৫ মাস তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে অনাত্র বদলী হয়ে যাওয়ায় গত ৫ বছর পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে জোরাতালি দিয়ে কলেজটির একাডেমিক কার্যক্রম চলতে থাকে। আজকে নতুন অধ্যক্ষ অধ্যাপক হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিনের যোগদানের মধ্যদিয়ে ভারমুক্ত হলো আমতলী সরকারি কলেজটি।

নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোদাচ্ছের বিল্লাহ, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল মালেক, পটুয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শহিদুল আলম খাঁন।

উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, জালাল আহম্মেদ, গোলাম মোস্তফা, প্রাণীবিদ্যা বিভাগের ফজলুর রহমান, গণিত বিভাগের মফিদুল ইসলাম, কৃষি বিভাগের রফিকুল ইসলাম, ভূগোল বিভাগের রতন কর্মকার, উদ্ভিদবিদ্যা বিভাগের এটিএম পারভেজ প্রমুখ।

সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলে সরকারি কলেজে শিক্ষকতা করছেন ওই মন মানুষিকতা মনেপ্রাণে ধারন করতে হবে। সরকার আমাকে আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যে দায়িত্ব দিয়েছে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব কলেজের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার মান ফিরিয়ে আনতে। এ জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।


এ জাতীয় আরো সংবাদ