বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

নবীনগরে চড়া মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

মো. আলমগীর খন্দকার / ৬৮ বার
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
IMG 20231209 WA0024

print news

মো. আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

পেঁয়াজের কেজিতে ৪০ থেকে ৬০ টাকা বেশি ধরে বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধায় নবীনগর থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার বড় বাজার ও খুচরা বাজারে অভিযানকালে এ জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান বলেন, শনিবার থেকে সারাদেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে পাইকারি পেঁয়াজের বাজারে অভিযান চালানো হয়েছে। বাজারে মূল্য নির্ধারণ না থাকা এবং পণ্য মজুত রাখা ও বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো সংবাদ