বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

সিলেটের মসজিদ ই বিলাল (রা:) জামে মসজিদ নির্মাণের উদ্যোগ

সিলেট উপজেলা প্রতিনিধি / ১০৩ বার
আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
সিলেটের_মসজিদ_ই_বিলাল_(রা:)_জামে_মসজিদ_নির্মাণের_উদ্যোগ
ছবি: প্রতিদিনের পোস্ট

print news

সিলেট উপজেলা প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে টিলারগাও ডলিয়া আখালিস্থ জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার মজলিশে শুরার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গত ২ অক্টোবর সোমবার মাদরাসা মিলনায়তনে শুরা সভাপতি আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় সভায় সর্বসম্মতিতে জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর সতন্ত্র জামে মসজিদ “মসজিদ ই বিলাল” (রা:) নির্মাণ করার সিদ্ধান্ত হয়।

সভায় বক্তব্য রাখেন জামেয়ার মজলিশে শুরার সহ সভাপতি শাবিপ্রবির প্রফেসর ড. শাহ আলম, শুরার সদস্য মাওলানা আনোওয়ার হোসাইন শেওতরপারী, হাজী মফিজ আলি মাষ্টার, তাহির আলী, হাজী ইউনুস আলী, জমির উদ্দীন, রহমত আলি, আব্দুর রাজ্জাক, জমশেদ আলি, সৈয়দ নুরুদ্দীন আহমদ, আছমত আলী, নোয়াব আলী, বাবুল মিয়া, মাওলানা সালেহ আহমদ, মাওলানা নুরুল আমিন, হাফিজ লোকমান আহমদ, মাওলানা সাইফুল আলম, ফজল মিয়া, মুতাহির আলি, হাজী ছুপু মিয়া প্রমূখ।
এছাড়াও সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, মেধাবী, এতিম শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ গঠনের লক্ষে জামেয়া মোহাম্মদিয়া সিলেট শিক্ষাদান করে যাচ্ছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হক শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বক্তরা বলেন, জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার পাশাপাশি সতন্ত্র মসজিদ “মসজিদ ই বিলাল” (রা:) জামে মসজিদ নির্মাণের উদ্যোগ প্রসংশনীয়। বক্তারা আল্লাহর ঘর মসজিদ নিমার্ণে দেশ বিদেশের দানশীল ব্যক্তিবর্গ এবং সমাজসেবীদের সহযোগীতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান।


এ জাতীয় আরো সংবাদ