বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

রংপুরে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ

মোঃ আবু তালেব, রংপুর প্রতিনিধি / ৫৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
received 7043906068980616

print news

মোঃ আবু তালেব, রংপুর প্রতিনিধি: সারাদেশের মত বিভাগীয় নগরী রংপুরেও পালিত হচ্ছে বিএনপি-জামাতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচি।

বৃহস্পতিবার অবরোধের তৃতীয় দিনে মহাসড়কগুলো রয়েছে যানবাহন শূন্য। নগরী ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। আঞ্চলিক সড়কগুলোও রয়েছে যানবাহন শূন্য। এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

তবে নগরীর সড়কগুলোতে কিছু হালকা যানবাহন চলাচল করছে। গেল ৩ দিনের অবরোধে এখন পর্যন্ত কোন সহিংতার খবর পাওয়া যায়নি।

এদিকে অবরোধের সমর্থনে নগরীর হাজিরহাট বটতলা মোড়ে, তারাগঞ্জ, গংগাচড়া রোর্ডে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। দলটির জেলা ও মহানগর কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু নেতৃত্ব মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে।


এ জাতীয় আরো সংবাদ