শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

বুড়িচংয়ে আ.লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে  গণমিছিল ও পথসভা

এন.সি জুয়েল, কুমিল্লা প্রতিনিধি / ৬৭ বার
আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
বুড়িচংয়ে_আ.লীগকে_সুসংগঠিত_করার_লক্ষ্যে _গণমিছিল_ও_পথসভা
ছবি: প্রতিদিনের বার্তা

print news

এন.সি জুয়েল, কুমিল্লা প্রতিনিধিঃ বুড়িচংয়ে আ.লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে  গণমিছিল ও পথসভা।

বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে আ.লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে পূর্ণমতি বাজারে কয়েক হাজার নেতাকর্মীর সমন্বয়ে কুমিল্লা- বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

পরে পূর্ণমতি এম এ মনসুর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেনের পক্ষে সকল নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পথসভায় বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল। পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ শাহআলম, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জাহের, ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন।

এসময় আরোও বক্তব্য রাখেন আওয়ালীগ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ আহমদ, বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জয়নাল হোসেন শামীম, বুড়িচং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভারেল্লা উঃ যুবলীগ নেতা মাসুদজ্জামান মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ নেতা ও বিআরডিবি’ চেয়ারম্যান শরিফুল ইসলাম ভুইয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুবলীগ নেতা জসিম উদ্দিন, সাবেক কুমিল্লা জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য লাভলী আক্তার, এরশাদ হোসেন মেম্বার, পূর্ণমতি মনসুর আহমদ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ মজিদ, সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ ইমন, যুবলীগ নেতা ইম আরিফ, আরিফুল ইসলাম আরিফ, ইউপি মেম্বার মাহাবুব, মৎস্যজীবি লীগের সভাপতি আইয়ুব নবী, সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামারুজ্জামান, যুবলীগ নেতা সফিকুর রহমান, আরিফ খান, কামাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ, হাবিবুর রহমান হাসান, বাকশীমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল আহমেদ বাবুল, ছাত্র লীগ নেতা আসিফ,তোফায়েল, ইসরাফিল, আলমগীর, শরীফ, রাজিব, রকি, রাহাত প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো সংবাদ