নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের নির্দেশে নবীনগর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানকালে এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ
রবিবার (২ অক্টোবর) বেলা ১১ টায় নবীনগর থানাধীন শিবপুর ইউনিয়নের ওয়ারুক সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বিল্লাল মিয়ার চা দোকানের সামনে চেকপোষ্ট অভিযান পরিচালনা করে আসামী মতিউর রহমান(৪০) সুনামগঞ্জ, মোছাঃ জেসমিন আক্তার(২২) কিশোরগঞ্জ।হালিমা বেগম(২৪), ব্রাহ্মণবাড়িয়া কে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ আটক করেন। আসামীগনের বিরুদ্বে মাদক দ্রব্য আইনে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।