নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের ব্রিজ প্রকল্পের জন্য উপজেলার উরখুলিয়া গ্রাম, মনিপুর গ্রাম, বগডহর ও ফতেহপুর গ্রামের সংযোগ সড়কের সেতু নির্মানের জন্য পরিদর্শনে আসেন এলজিইডির প্রকল্প পরিচালক(পিডি) এবাদত আলী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য, সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম.পি’র জোর তদবিরে নবীনগর উপজেলায় পরিদর্শনে আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মো. ইঞ্জিনিয়ার ইসতিয়াক হাসান, সহকারী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মাদক মুক্ত নবীনগর চাই সভাপতি আবু কাউছার, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম, পৌর আওয়ামী লীগের সদস্য শামীম রেজা, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন, মাওলানা মেহেদী হাসান, যুবলীগ নেতা শাকিল রেজা, জাহাঙ্গীর চৌধুরী, সাদেক চৌধুরী, সাইফুল ইসলাম, অলি আহাদ লিমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমনউদ্দিন, পলাশ, সাংবাদিক মনির হোসেন, মাজেদুল ইসলাম, মিঠু সূত্রধর, জামাল হোসেন পান্না, মো. সাফিউল আলম, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. আলমগীর খন্দকার, ইকরাম হোসেন, সহ গ্রামের আরো অনেকেই।
এসময় এলজিইডির প্রকল্প পরিচালক (পিডি) এবাদত আলী জানান, ব্রাহ্মনবাড়িয়া- ৫ নবীনগরের জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম স্যারের আমন্ত্রণে ও আমাদের দাপ্তরিক কাজের অংশ হিসেবে আপনাদের সেতু নির্মানের জায়গা সরজমিনে দেখতে এসেছি। আশা করি দ্রুতই আপনাদের এই সেতু গুলি নির্মান হবে।