বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন

নবীনগরে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবীনগর উপজেলা প্রতিনিধি / ১৮ বার
আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোহনা টেলিভিশন ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামিম, সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম।

পরে প্রেসক্লাব প্রাঙ্গণে মোহনা টিভির দর্শক ফোরামের সভাপতি মো:মোর্শেদুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির নবীনগর প্রতিনিধি সাইদুল আলম সোরাফ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাংবাদিক গোলাম মুস্তফা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মোহনা টেলিভিশন দর্শকের মন যুগিয়ে ১৪টি বছর পার করেছে। মোহনা টেলিভিশন স্বাধীনতার স্বপক্ষে থেকে বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আগামীতেও এভাবে জনপ্রিয়তা ধরে রাখার আহবান জানান।


এ জাতীয় আরো সংবাদ