বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

নবীনগরে বিএনপি-জামায়াতের বর্বরতার বিরুদ্ধে মহিলা আওয়ামীলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নবীনগর উপজেলা প্রতিনিধি / ৯৩ বার
আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
IMG 20231108 114628

print news

নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি – জামায়াতের অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যাসহ নৃসংশ হত্যাকাণ্ড, বর্বরতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ নভেম্বর) দুপুর ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি প্রতিবাদ র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুব, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মারুফা বেগম, মরিয়ম বেগম, ছবি আক্তার, শাহানা আক্তার, ইসমত আরা জাহান, লুৎফুন্নাহার, মনি বেগম, রুনু ঋষি, জাহানারা, নার্গিস আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে সন্ত্রাসের মাধ্যমে সরকার উৎখাত করতে চায়। বাংলাদেশের মানুষ এ অগণতান্ত্রিক শক্তিকে যেকোন মূল্যে প্রতিহত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।


এ জাতীয় আরো সংবাদ