বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

নবীনগরে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়েছে খুনের প্রধান আসামী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা / ৯৩ বার
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
IMG 20231209 203700

print news

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা থেকে আব্দুল কাদিরের ছেলে মাসুদ হত্যার প্রধান আসামি হালিম মিয়াকে শনিবার সন্ধ্যায় আটক করে নবীনগর থানা পুলিশ। এ সময় তার হাতে হাতকড়া পড়ানোর সময় এএসআই আসরাফুল আরিফের হাতে কামড় দিয়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় আসামীকে পালিয়ে যেতে সহযোগিতা করায় জামাল মিয়ার ছেলে বিজয় মিয়াকে আটক করা হয়। রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ গ্রাম পুলিশের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল সিরাজুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বার্তাকে বলেন, হাতকড়া পড়ানোর সময় এএসআই আসরাফুল আরিফের হাতে কামড় দিয়ে সে পালিয়ে যায়। আসামিকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করতে পারব।

উল্লেখ্য ২০২১ সালের (২৫ নভেম্বর) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক, খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে মাসুদ হত্যাকাণ্ডের প্রধান আসামী হিসেবে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো হালিম মিয়া।


এ জাতীয় আরো সংবাদ