নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাড়িখলা গ্রামের বিল থেকে বৃহস্পতিবার সকালে সজল চন্দ্র পাল (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে পাশ্ববর্তী বাঙ্গরা থানাধীন আঁকবপুর গ্রামের মৃত সুকুমার পালের ছেলে।
ইউপি সদস্য সালাউদ্দিন প্রতিদিনের বার্তাকে বলেন, নিহত সজল পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে তার মামার দোকান মেসার্স শুভঙ্করচন্দ্র পাল স্টোরে দীর্ঘ ২২ বছর যাবত কর্মরত ছিল। সকালে তার মামাতো ভাইয়ের সাথে দোকানের মুদির মাল আনা নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়, সে কাউকে কোন কিছু না বলে দোকান থেকে বেরিয়ে যায়। গতকাল বুধবার থেকে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও খোঁজে পাননি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম প্রতিদিনের বার্তাকে জানান, উপজেলার লাউরফতহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের ফসলি জমির বিল থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।