শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

নবীনগরে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

নবীনগর উপজেলা প্রতিনিধ / ৮৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
received 730787815534102

print news

নবীনগর প্রতিনিধি: বিএনপি-জামায়াতের দেশ বিরোধী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে নবীনগরে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুব লীগের সভাপতি শামস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র এড. শিবশংকর দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি খাইরুল আমিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সহ-সভাপতি এম চঞ্চল সরকার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, সদস্য ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের দপ্তর সম্পাদক রুহুল আমিন চিশতি, যুব লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ বেপারি, জিয়াউল সরকার জিয়াসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান পূর্বক সর্বদা সর্তক থাকতে ও কাজ করে যেতে আহবান করেন।


এ জাতীয় আরো সংবাদ