নবীনগর প্রতিনিধি: ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিনের সঞ্চালণায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়া, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক, বাজার কমিটির সভাপতি মনির হোসেন, আওয়ামী লীগ নেতা শামীম রেজা, বাজার কমিটির সেক্রেটারি জনি, আওয়ামীলীগ নেতা নিয়াজুল হক কাজল, নজরুল ইসলাম নজু, কবির আহম্মেদ, প্রনয় কুমার পিন্টু ভদ্র, সাইফুর রহমান সুহেল, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ছায়েদ, মাদক মুক্ত নবীনগর চাই সভাপতি আবু কাউছর, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফেরাত কামনা করা হয়।