নবীনগর উপজেলা প্রতিনিধি: নবীনগর উপজেলার ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকাল ১০ টায় উপজেলার জল্লি গ্রামের ইউনিক মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এই বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামীম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহাকরি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান, জেলা কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন, সহকারী শিক্ষক আবদুল হামিদ, এস আই ইহসানুল হাসান, যুবলীগ নেতা মিজানুর রহমান, দুলাল আহমেদ, তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, দরিকান্দি মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন মিয়া, শাহিন কাদির সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মো. সবুজ মাহামুদ।
অনুষ্ঠানটিকে সফল করতে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নিরলস ভাবে পরিশ্রম করতে দেখা গেছে।