শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

নবীনগরে আগুনে পুড়ে ছাই দুই বাড়ি

নবীনগর উপজেলা প্রতিনিধি / ৯২ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
Nabinagar Upazila Agnikando News
Nabinagar Upazila Agnikando News

print news

নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় ২টি বাড়ি আগুনে পুরে ছায় হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পৌর এলাকার ১ নং ওয়ার্ড আলমনগরের মধ্যে পাড়ায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে ছেদত মিয়ার ছেলে প্রবাসী ছেটু মিয়া ও সুলতান মিয়ার ছেলে জয়নাল মিয়ার দুটি বাড়ি আগুনে পুরে ছায় হয়ে যায়।

আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু আলমনগরে ব্রিজের কাজ চলমান থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে প্রবেশ করতে পারেনি, পরে ফায়ার সার্ভিস পুলিশ সদস্য ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়ি ও বাড়িতে থাকা নগদ টাকা পয়সা স্বর্ণালংকার এবং সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় আনোয়ার মিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়ির প্রায় ২৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
এতে করে দুটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়।


এ জাতীয় আরো সংবাদ