বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

নবীনগরের আঞ্চলিক কথা-মানুষের কল্যাণে গ্রুপের উদ্যোগে ৪ চার লাখ ৫৩ হাজার টাকা অনুদান

নবীনগর উপজেলা প্রতিনিধি / ৬৫ বার
আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
WhatsApp Image 2023 11 04 at 10.42.14 PM

print news

নবীনগর উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সবচেয়ে বড় ও জনপ্রিয় ফেইসবুক গ্রুপ নবীনগরের আঞ্চলিক কথা – মানুষের কল্যাণে ফেইজবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ( মোঃ রানা জালাল মুন্সি ) কামরুল আলী, আকবার হুসেন, রেজাউল করিম দৌলতি, আব্দুল্লাহ আল মামুন, হিরা আমীর, ওয়াসিম আকরাম, এবং গ্রুপের সকল এডমিন ও মডারেটরদের সততা ও কঠোর পরিশ্রমে, সকল সন্মানিত সদস্যদের কাছ থেকে কালেকশন কৃত টাকা, উপজেলার ৪টি গ্রামের , ৪জন গৃহহীন হতদরিদ্র বিপদগ্রস্ত পরিবারকে , মোট ৪ চার লক্ষ, ৫৩ তেপ্পান্ন হাজার টাকা ব্যায়ে ৪টি কাঠকাউরি টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে, উপজেলা নির্বাহী অফিসার আতানভীর ফরহাদ শামীম এর উপস্থিতিতে, উপজেলার কনফারেন্স হল রুমে এই অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রাপ্তরা হলেন জামাল হুসেন. বগডহর গ্রাম, নবীনগর পূর্ব ইউনিয়ন, মোছেনা বেগম .রছুল্লাবাদ গ্রাম, ইউনিয়ন : রছুল্লাবাদ,ঝরনা বেগম . খাগাতুয়া গ্রাম, রতনপুর ইউনিয়ন ,আছমা আক্তার, বড়ি কান্দি গ্রাম , বড়ি কান্দি ইউনিয়ন।

এই গ্রুপের উদ্যোগে এই পর্যন্ত নবীনগর উপজেলার, পৌরসভা সহ মোট ২০টি ইউনিয়নের ,

৪৫ টি অসহায় পরিবারকে নগদ টাকা , এবং ১১টি গৃহহীন পরিবারকে ১১টি টিনের ঘর নির্মাণ সহ মোট ৫৬ টি অসহায় পরিবারকে, ( ৪০ চল্লিশ লক্ষ ) টাকার বেশি আর্থিক সহায়তা করা হয়েছে।

অসহায় অসুস্থ মানুষের চিকিৎসা এবং ঘর নির্মাণ সহ তাদের পাশে দাঁড়িয়েছেন এই গ্রুপের এডমিন মডারেটর ও সকল সন্মানিত রেমিট্যান্স যুদ্ধা প্রবাসী ও দেশের সদস্যগন ।

অনুদান কালে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার আশরাফ রহমান, জাহাঙ্গীর আলম খান, খলিলুল্লাহ , ওবাইদুল হক ,পিয়াল হাসান রিয়াজ, সিরাজ দুহা, আতিকুর রহমান জামাল , এস এম সোহাগ, আবু কাউসার সরকার , তিলোক আহম্মেদ, সামিরুল ইসলাম, সুনম , নাছির উদ্দীন , সানাউল্লাহ, তানজিম হাসান খায়ের,আলী বাইছা , সাদ্দাম হোসেন, আজিজুল হক আশিক, শিবলী সাদেক,আমিনুল ইসলাম আজীম, সফিউল্লাহ , আলাউদ্দিন,এএস আই বাছির উদ্দিন, আরও প্রায় গ্রুপের শতাধিক সদস্যগন.

এই গ্রুপের সদস্যরা ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকান্ডে নিজেদের মানবিক গুনাবলী তুলে ধরেছেন যেমনঃ ব্যাকার মানুষকে কর্মের ব্যাবস্তা করা, দুস্থ গরীব হতদরিদ্র অসহায় মানুষকে আর্থিক সহায়তা করা, অসুস্থ রুগীদেরকে চিকিৎসা দেওয়া, ঘর নির্মাণ করে দেওয়া , রুগীদের জন্য রক্ত দান করা। এই গ্রুপের সকলের একটি নজরকাড়া বৈশিষ্ট্য হলো, গ্রুপের সিনিয়র এডমিনরা

যখন কোন অসহায় অসুস্থ হতদরিদ্র পরিবারের জন্য সাহায্যের টাকা সংগ্রহ শুরু করেন, তখন গ্রুপের এডমিনদের ডাকে সকলেই, যার যার সামর্থ্য অনুযায়ী নিজের অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই গ্রুপের সবাই মিলেমিশে নিঃস্বার্থ ভাবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ায় সবসময়, যা অল্প সময়ে সারা বাংলাদেশের বিভিন্ন মহলের প্রশংসা ও সন্মাননা পেয়েছেন ( ৮ আটবার ) নবীনগর উপজেলার সকল মানুষের প্রিয়, এই ফেসবুক গ্রুপটিতে সকল পেশার এবং সকল বয়সী লোকজন সন্মানের সহিত মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে লোভ লালসা ও পদ পদবী ছাড়াই, অসহায় মানুষের পাশে থাকেন সবসময় , নবীনগরের প্রতিটি গ্রামের মানুষ এই গ্রুপটি ১০০% সততার সহিত নিঃস্বার্থ ভাবে পরিচালনা করে আসছেন।

গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ রানা জালাল, এবং গ্রুপের কমিটির সদস্যগন জানান, নবীনগর উপজেলার রেমিট্যান্স যুদ্ধা প্রবাসী ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা প্রবাস থেকে আমাদেরকে সিংহভাগ আর্থিক সহায়তা করে আসছেন, দেশি ও প্রবাসী ভাইদের সহ সকল ভাই বোনদের রুজিরোজগারে আল্লাহ তায়ালা বরকত নাযিল করুন. আগামীতে গ্রুপের প্রান প্রিয় সম্মানীত রেমিট্যান্স যুদ্ধা প্রবাসী ও দেশে থাকা, সকল সন্মানিত গ্রুপের ভাই ও বোনদের সৎ পরামর্শ এবং উৎসাহ ও সহযোগীতা পেলে, নবীনগর উপজেলার প্রতিটি গ্রামেই টিনের ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন সহ সারাবছর চলমান রাখবো ইনশাআল্লাহ


এ জাতীয় আরো সংবাদ