সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে কালেরপাড়া ইউনিয়নের রামনগর বায়তুল মামুর জামে মসজিদে বিদ্যুতের সংযোগ মিটার লাগানোকে কেন্দ্র একটি পরিবারের সাথে স্থানীয় গ্রামবাসীর বিরোধ চরম পর্যায়ে। পুলিশের হস্তক্ষেপেও কোন সুরাহা না হওয়ায় যে কোন সময় প্রানহানি সহ বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
মসজিদের সভাপতি মোজাম্মেল হক আকন্দ প্রতিদিনের বার্তাকে জানান, ২০২১ সালে কান্তনগর মৌজার ১০১৪/১৬৮১ দাগে ১৮ শতাংশ জমি রামনগর বায়তুল মামুর মসজিদের নামে রেজিষ্ট্রি দলিল মুলে ক্রয় করে মসজিদ নির্মান করা হয়। পরে মসজিদের বিদ্যুৎ সংযোগের জন্য ধুনট পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করা হয়। বিদ্যুৎ অফিস সকল প্রক্রিয়া সম্পন্ন করে গত ১০ অক্টোবর বিদ্যুৎ অফিসের কর্মীরা ওই মসজিদে সংযোগ দিতে গেলে একই গ্রামের আবুল কালাম আজাদ (৫৮), মোখলেছুর রহমান (৫০) , উজ্জল হোসেন (৩৮),,আজাদুল (৪০) ও বাদশা (৫২) মসজিদে বিদ্যুৎ সংযোগ দিতে বাধা প্রদান করায় পল্লী বিদ্যুৎ কর্মীরা ব্যর্থ হয়ে ফিরে আসেন।
এবিষয়ে আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে প্রতিদিনের পোস্টকে বলেন, আমি মসজিদের মিটার লাগাতে বাধা প্রদানের সাথে জড়িত নাই। এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ধুনট জোনাল অফিসের ডেপুটি জোনাল ম্যানেজার আব্দুল বারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মসজিদের বিদ্যুৎ সংযোগ দিতে বাধা প্রদানের বিষয়ে ধুনট থানার ওসির সহযোগীতা চেয়ে কোন প্রতিকার পাইনি। ফলে রামনগর বায়তুল মামুর জামে মসজিদের বিদ্যুৎ সংযোগ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে বিষয়টি নিয়ে এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পুরুষ মানুষেরা মহিলাদের এগিয়ে দিয়ে মসজিদে বিদ্যুৎ সংযোগ দিতে বাধা প্রদান করায় পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা সংযোগ দিতে পারেনি। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজি এমকে থানায় মামলা করার জন্য পরামর্শ দিয়েছি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।