বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

ঢাকায় নতুন ভবনের নকশার অনুমোদন মিলবে গাছের চারা লাগালে

নিজস্ব প্রতিবেড়া, প্রতিদিনের বার্তা / ১৩৩ বার
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
ঢাকায়_নতুন_ভবনের_নকশার_অনুমোদন_মিলবে_গাছের_চারা_লাগালে
ছবি: সংগৃহীত

print news

নিজস্ব প্রতিবেড়া, প্রতিদিনের বার্তা: রাজধানী ঢাকায় নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী একটি শর্ত আরোপ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির শর্ত আরোপ করেছে, প্রতি কাঠায় ভবনের সেটব্যাকে একটি চারা গাছ রোপণ করতে বলা হয়েছে। আবেদনকারীর নকশার অনুমোদন মিলবে কেবল এই শর্ত মানলেই।

শুক্রবার (৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে রাজউক সূত্র। এর আগে গত মঙ্গলবার রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হকের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ রাজউক জারি করে।

অফিস আদেশে যা বলা হয়, ‘বিল্ডিং কনস্ট্রকশন (বিসি) কমিটি কর্তৃক নকশা অনুমোদনের ক্ষেত্রে ইমারতের সেটব্যাকে গাছ রোপণের শর্ত দিতে হবে। বিসি কমিটি কর্তৃক যেসব নকশা অনুমোদন করা হবে সেসব নকশার অনুমোদনপত্রে ইমারতের সেটব্যাকে কাঠা প্রতি উল্লেখ করতে হবে একটি গাছ লাগানোর শর্ত। ভগ্নাংশের ক্ষেত্রে পরবর্তী সংখ্যা উল্লেখ করতে হবে। যেমন ২ দশমিক ১ কাঠা হলে ৩টি গাছ লাগাতে হবে।’

ওই অফিস আদেশে বিসি কমিটি থেকে অনুমোদিত নকশার অনুমোদনপত্রে গাছ লাগানোর শর্ত আরোপ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।


এ জাতীয় আরো সংবাদ