ইয়াছিন আরাফাত, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকান ও ৯টি গোডাউন (গুদাম) ভষ্মীভূত হয়। এতে ব্যবসায়ীদের এক কোটি টাকারো বেশি ক্ষয়ক্ষতি হয়।বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে (রাত ২টা) ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। চান্দিনা বাস স্টেশনের দক্ষিণপূর্ব পার্শ্বে মাতৃভান্ডার নামে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।প্রত্যক্ষদর্শী জাহিদ জানান, মহাসড়কের চান্দিনা বাস স্টেশনের দক্ষিণ পাশের একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান ও ৯টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। আগুনের শিখা এতটাই ভয়া-নক ছিল মানুষ কাছে যেতে পারছিল না। আ-গুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন।চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট, সদর ও সদর দক্ষিণ থেকে আরও দুটি ইউনিট সহ মোট চারটি ইউনিট কাজ করেছে।চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানীদের জান মালের নিরাপত্তায় প্রশাসন কাজ করেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।