মহানগর প্রতিবেদক.
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ গত ২৪/০৫/২০২০ খ্রি. ফতা মৌজাস্থ থেকে ০১ (এক) কেজি শুকনা গাঁজা (মূল্য-১০ হাজার টাকা), ০১ টি গঅজঝ মোবাইল ফোন (সিম সহ), ০১ টি পুরাতন মোটরসাইকেল ও একটি মোটরসাইকেলের কাগজপত্র ও চাবি উদ্ধারসহ আসামী ১. এনামুল মন্ডল (২৪), পিতা- মাহবুব মন্ডল স্থায়ী : গ্রাম- শরিফ সুন্দর, থানা-পীরগাছা, রংপুর-কে গ্রেফতার করা হয় এবং এতদসংক্রান্তে গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা সবুজ মিয়া (মোবাইল-০১৯০৫১১২৯৩১), পিতা-অজ্ঞাত, স্থায়ী : গ্রাম- অজ্ঞাত, থানা-পীরগাছা, রংপুর এর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন এর বিভন্ন থানা পুলিশ গত ২৪/০৫/২০২০ খ্রি. পরোয়ানাভুক্তসহ মোট ০৪ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোস্ট ডিউটি গত ২৪/০৫/২০২০ খ্রি. সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১৮৯ টি মামলা দায়ের করা হয়।