মহানগর প্রতিবেদক.
রংপুর মহানগরে যানজট নিরসনের অংশ হিসেবে নগরীর টেবিল টেনিস ক্লাবের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার বেলা ১২টায় নতুন এ পার্কিং স্থানের উদ্বোধন করেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম। উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের জানান, এ পার্কিং স্থানে ১শ গাড়ি রাখা যাবে। এতে করে নগরীর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে আগে যে যানজটের সৃষ্টি হতো সেটি নিরসন হবে। মেনহাজুল আলম আরও বলেন, রংপুর নগরীতে গাড়ি পার্কিংয়ের জন্য কোন নির্ধারিত স্থান ছিল না। এতে করে নগরীতে বিভিন্ন কাজে আসা মানুষজন যত্রতত্র গাড়ি পার্কিং করতেন। ফলে নগরীতে যানজট আরও বেড়ে যেত। গাড়ি পার্কিং করে যেন সাধারণ মানুষ তাদের কাজ সারতে পারেন সেজন্য প্রধান সড়কের একেবারে পাশে গাছের ছায়াতলে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। নগরীতে যানজট কমাতে হলে সাধারন মানুষের সচেতনতা ও আন্তরিকতা একান্ত প্রয়োজন। আরপিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উজ্জ্বল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, টিআই (প্রশাসন, ট্রাফিক বিভাগ) মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।