বেরোবি প্রতিনিধি.
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিট্রেশন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রেজিট্রেশন প্রক্রিয়া চলবে ১৮ নভেম্বর রবিবার রাত ১১ টা পর্যন্ত।
শনিবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবরাহীম কবির, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেরোবি’র ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২-৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
Please follow and like us: