বার্তা ডেস্ক.
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তারা তাদের দাবি-দাওয়া উত্থাপন করেছেন। বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে।
সংলাপ শেষে বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে নিজের বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘আমরা সংলাপের মাধ্যমে দাবি-দাওয়া উত্থাপন করেছি। আমরা চেয়েছি শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় করতে। বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে। এরপর যা হবে তার দায়-দায়িত্ব সরকারের।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপকে তাদের আন্দোলনের অংশ হিসেবে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আন্দোলনেই আছি। সংলাপকে আন্দোলনের অংশ হিসেবেই নিয়েছি। সংলাপে সমাধান না আসলে সেই দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।’
তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়ে দাবি আদায় করা হবে। নির্বাচন পেছানোর দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে সংলাপে বসেছি।’
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।
আগামী নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে মতবিরোধের মধ্যেই গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের উদ্যোগে বিএনপিসহ বিভিন্ন দলকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ডাকে সাড়া দিয়ে গত ১ নভেম্বর প্রথমেই তাদের সংলাপে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্য দলগুলোর সঙ্গেও সংলাপে বসেন প্রধানমন্ত্রী।