পাটগ্রাম, লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নিখোঁজ ব্যক্তি দুলাল চন্দ্র দুলুর (৫০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত মরদেহ উদ্ধার ও ময়না তদন্তের জন্য গতকাল শনিবার লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন। পরিবার ও স্থানীয়রা জানান, গত সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নবীনগর গ্রামের মৃত জোগেশ চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র দুলু। বিভিন্ন স্থানে খুঁজেও তার হদিস পায়নি পরিবারের সদস্যরা। পরদিন গত শুক্রবার ভারতীয় সীমান্ত সংলগ্ন সানিয়াজান নদীতে দুলুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। প্রথমে বিজিবিকে খবর দেয়া হয় পরবর্তীতে পাটগ্রাম থানা পুলিশ ও বিজিবি নদী থেকে শুক্রবার রাতে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মতে দুলাল চন্দ্র দুলু দীর্ঘদিন থেকে মৃগী (হিস্টিরিয়া) রোগে রোগাক্রান্ত ছিলেন। নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে অনেকের ধারণা।