নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি.
নাগেশ্বরীতে গঙ্গাধর নদীর পাড় ধ্বসে বিদ্যুতের খুটি বোঝাই ট্রলি চাপায় পল্লীবিদুত্যের একজন ফোরম্যান মারা গেছে। মৃত রাজু মিয়া (৩২) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোম গ্রামের ফুলমাহমুদের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামে।
প্রত্যক্ষদর্শী জানায়, ওইদিন রাজু তার সহকর্মীদের সাথে নৌকায় বিদ্যুতের খুটি নিয়ে গঙ্গাধর নদী পাড়ি দিয়ে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট এলাকায় তীরে পৌছায়। সেগুলো পরিবহনের জন্য সেখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল একটি ট্রলি। রাজুসহ অন্যরা নৌকা থেকে তা ওই পরিবহনে তুলে দিচ্ছিল। একসময় পাড় ধ্বসে বিদ্যুতের খুটি বোঝাই ট্রলি তার উপরে পড়ে তাকে চাপা দেয়। সেখানেই তার মৃত্যু হয়। কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এর সত্যতা নিশ্চিত করেন।