গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি.
রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক গড়ার কারিগর, সাবেক সংসদ সদস্য ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার গোলাম মোস্তফা বাটুল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি শফিকুল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবুল মিয়া, সংগঠনিক সম্পাদক ও প্রতিদিনের বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল বারী দুলালসহ সকল সদস্যবৃন্দ। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, খন্দকার গোলাম মোস্তফা বাটুল গত বৃস্পতিবার বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Please follow and like us: