স্পোর্টস ডেস্ক.
রোনাল্ড কোম্যানের দলে জায়গা হবে না আর্তুরো ভিদালের। তিনি তাই সময় থাকতে খুঁজে নিচ্ছেন ক্লাব। ইন্টার মিলানে যোগ দেওয়ার খুব কাছে চিলিয়ান মিডফিল্ডার। তাকে তাই আবেগি বার্তায় বিদায় জানিয়েছেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। জীবনের বাঁকে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করেছেন মেসি।
ইনস্টাগ্রামে ভিদালের উদ্দেশ্যে মেসি লিখেছেন, ‘তোমাকে প্রতিপক্ষ হিসেবে প্রথম চেনা। সেখানে তোমাকে অসাধারণ মনে হয়েছে। এরপর ভাগ্যক্রমে তোমার মতো একজনকে সতীর্থ হিসেবে পাওয়া এবং ব্যক্তিগতভাবে জানা। তুমি আমাকে অনেক বিস্মিত করেছ। দুই বছর আমরা ড্রেসিং রুম ভাগাভাগি করেছি।
ড্রেসিং রুমে তুমি আলাদা করে নজর কাড়তে। তোমাকে ড্রেসিং রুম মিস করবে। তোমার নতুন ক্লাবে, নতুন পথ চালার জন্য শুভকামনা। জীবনের বাঁকে নিশ্চয় আমাদের আবার দেখা হবে।’ ভিদালও মেসির বার্তায় সাড়া দিয়েছেন, ‘ধন্যবাদ এলিয়েন। ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। তোমাকে এরই মধ্যে মিস করা শুরু করেছি। দেখা হবে দ্রুতই।’
ভিদাল যাচ্ছেন ইন্টারে। সুয়ারেজের যাওয়ার কথা ছিল জুভেন্টাসে। তাদের তাই প্রতিপক্ষ হিসেবে দেখা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সুয়ারেজের তুরিনে যাওয়ার পথ আটকে গেছে। তবে সতীর্থ ভিদালকে বিদায় দিতে ভোলেননি সুয়ারেজ, ‘তোমাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া মানে বিপদ। তবে সতীর্থ হিসেবে পাওয়া, বন্ধু হিসেবে চেনা অসাধারণ। নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা।’