গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি.
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিহাত ওরফে কালু মিয়া (১৩) নামের এক কিশোরের লাশ আখক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। ৮ নভেম্বর বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামের একটি আখক্ষেতে সকাল ৯ টার দিকে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা মর্গে প্রেরণ করে। নিহত লিহাত বোচাদহ গ্রামের জাহিদুল ইসলামের পুত্র।
গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত আফজাল হোসেন জানান, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে দুবৃর্ত্তরা হত্যা করে ফেলে গেছে। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে।
Please follow and like us: